ছেলের বাবা হলেন নায়ক রিয়াজ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ১৬:১৭ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

আবারও বাবা হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। তার ঘর আলোকিত করে নতুন অতিথি এসেছে। ছেলে সন্তানের বাবা হয়েছেন এই নায়ক। শনিবার (২৬ নভেম্বর) রাতে রিয়াজ ফেসবুকে তার সন্তানের ছবি পোস্ট করে এমন তথ্য নিশ্চিত করেছেন। ছেলের নাম রেখেছেন আরিজ সিদ্দিকী।
ফেসবুক পোস্টে নায়ক লিখেছেন, ‘আল্লাহর রহমতে আমাদের পরিবারে নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।’
জানা গেছে, গত সপ্তাহে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার ছেলে সন্তানের জন্ম হয়। মা ও সন্তান দুজনেই এখন ভালো আছে। সুস্থ আছে।
এর আগে রিয়াজের ঘরে এক কন্যা সন্তান রয়েছে। তার নাম আমিরা।
বাংলাদেশ জার্নাল/আইএন