বাসায় ফিরেছেন ফারিণ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

রাজধানীর যমুনা ফিউচার পার্কে শপিংমলে চলন্ত সিঁড়ি ব্যবহার করতে গিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় গুরুতর আহত হন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এসময় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে। এতে তার পরনের প্যান্ট ছিঁড়ে গিয়ে রডটি পায়ের মাংসে ঢুকে যায়। ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় ফারিণকে।
প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাসায় ফিরেন এ অভিনেত্রী। তিনি জানান, তিনি এখন বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে ফারিণ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটি শপিংমল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা। এত বড় একটি শপিং মলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা নেই। এর বিচার হওয়া দরকার।’
বাংলাদেশ জার্নাল/আইএন