১০০ কোটির মাইলফলকে রণবীর-শ্রদ্ধার ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১৫:৫৯ আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৬:৫৪

অবশেষে বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করলো রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’। মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী শত কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি।
|আরো খবর
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি আয় করেছে ১২১ কোটি রুপি। এছাড়াও শুধুমাত্র ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৯০ কোটি রুপি।
জানা গেছে, ভারতের বড় বড় শহর গুলোর মাল্টিপ্লেক্স গুলোতে ভালো ব্যবসা করছে ছবিটি। এছাড়াও ২০২২ সালের শেষ থেকে শুরু করে ২০২৩ সালের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির তালিকা বিবেচনা করলে ‘পাঠান’ ও ‘ব্রহ্মাস্ত্র’র পরেই ‘তু ঝুটি ম্যায় মক্কর’ অবস্থান করছে।
লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর।
বাংলাদেশ জার্নাল/জিকে