টাইগার-৩ তে সালমান-শাহরুখ-হৃতিক একসাথে
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ০৩:৪৩
পাঠান সিনেমায় সালমান-শাহরুখকে একসাথে দেখতে পেরে দর্শকের উৎসাহের শেষ ছিলো না। দীর্ঘসময়ের পর এই দুই খানকে একসাথে দেখার সাক্ষী হতে পেরে অনেকেই খুশি। এবার টাইগার-৩ সিনেমাতেও এই দুই খানকে আবারও একসাথে দেখা যাবে।
একটি অ্যাকশন সিকোয়েন্সে দেখা মিলবে এই দুই তারকার। বিশ্ব জুড়ে তিনজন শীর্ষ অ্যাকশন ডিরেক্টর এই সিকোয়েন্সটির পরিচালনা করবে। তারা হলেন ফ্রাঞ্জ স্পিলহাউস, পারভেজ শেখ এবং সে-ইয়ং ওহ।
টাইগার-৩’র নির্মাতারা অ্যাকশন সিকোয়েন্সটিকে বিনোদনমূলক করার চেষ্টা করছেন। ইয়াশ রাজ ফিল্ম স্পাই ইউনিভার্স ব্যানারে যা কিনা প্রথমবারের মতো হতে চলছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, এই মহাকাব্যিক অ্যাকশন সিকোয়েন্স দর্শকদের মনে প্রভাব ফেলবে। এ জন্য তারা বিশ্বখ্যাত তিনজন অ্যাকশন ডিরেক্টরকে দিয়ে সিকোয়েন্সটি পরিচালনা করাবে। চমক হিসেবে হৃতিক রোশনকেও দেখা যাবে। টাইগার-৩-তে টাইগার চরিত্রে সালমান খান তো থাকছেনই। শাহরুখ খানকে পাঠান চরিত্রেই দেখা যাবে এই সিনেমাতে। অন্যদিকে, হৃতিক রোশনকে দেখা যাবে ওয়ার সিনেমার কবির চরিত্রে।
টাইগার-৩ সিনেমাটি আসন্ন দীপাবলিকে সামনে রেখে ১০ নভেম্বর মুক্তি পাবে।
বাংলাদেশ জার্নাল/জিকে