ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

স্ত্রী ক্যাটরিনার ভয়ে কাঁটা হয়ে থাকেন ভিকি!

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৪

স্ত্রী ক্যাটরিনার ভয়ে কাঁটা হয়ে থাকেন ভিকি!
ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল।ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। বিয়ের পর থেকে ভিকি ছবি নির্বাচনের একটা বড় ভূমিকা রয়েছে ক্যাটরিনার। তবে স্ত্রীকে নাকি ভীষণ ভয় পান অভিনেতা! রাজস্থান ধুমধাম করে বিয়ে হয় ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের। এক সময় তাদের জুটিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দকেরা।

বিয়ের পরে দুই তারকার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় তাদের সম্পর্কের অবস্থা। বিভিন্ন সাক্ষাৎকারে তাদের দাম্পত্যের নানা গোপন কথা ফাঁস করেন তারা।

এক সাক্ষাৎকারে ভিকি জানান, ক্যাটরিনা নাকি ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। শুধু তাই নয় ভীষণ নির্মম। কোনও রাখঢাখ না রেখেই বলে ফেলেন সব কিছু। ভিকির সমালোচনা করতে নাকি তার স্ত্রীর জুড়ি মেলা ভার।

অভিনেতা বলেন, আসলে আমাকে যেমন কাজে সাহায্য করে ক্যাট, তেমনই কিছু ভুল হলেই এমন সমালোচনা করবে যে, তাতে কোনও আগল থাকে না। খুব স্পষ্টভাষী হয়। ও এই বিষয়ে বেশ নির্মম। রেখেঢেকে কিছু বলে না।

স্ত্রী ক্যাটরিনার স্বভাব নিয়ে আগেও মুখে খুলেছেন ভিকি। তিনি জানিয়েছিলেন, বাড়িতে কে কোন পোশাক পরছে, সেই নিয়ে খবরদারি করার স্বভাব রয়েছে ক্যাটরিনার। সূত্র আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/এএ

  • সর্বশেষ
  • পঠিত