ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

তামিম ইস্যুতে ওমর সানীর বিস্ফোরক পোস্ট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২০

তামিম ইস্যুতে ওমর সানীর বিস্ফোরক পোস্ট
তামিম ইকবাল ও ওমর সানী । ছবি: কোলাজ

নানা জল্পনা-কল্পনার পর দেশসেরা ওপেনার তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানান বিতর্ক সৃষ্টি হয়েছে তামিম এবং বিসিবির নির্বাচকদের নিয়ে।

এদিকে, তামিম দলে না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। এখন অনেকটাই পর্দার বাইরে তিনি। তবে নিয়মিত সামাজিক মাধ্যমে বেশ সরব ওমর সানী। প্রায় নানান ইস্যুতে নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করে থাকেন এই চিত্রনায়ক।

বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে তামিমের প্রতি দুঃখ প্রকাশ করে একটি পোস্ট করেছেন চিত্রনায়ক ওমর সানী। সেই সঙ্গে বিসিবির নির্বাচকের নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

নির্বাচকদের উদ্দেশ্যে করে ওমর সানি লিখেছেন, ‘আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হল, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই! মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- ‘আমি পদত্যাগ করলাম।’ সরি একজন খেলোয়ার তামিম ইকবাল।’

পোস্টের পরে কমেন্টে ওমর সানী জানিয়েছেন, ‘কাউকে উদ্দেশ্য করে আমার এই পোস্ট নয়, সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা স্নেহ আছে, কারণ আমরা সবাই একটা বাংলাদেশ।’

উল্লেখ্য, কয়েকদিন আগেই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কথা বলে আলোচনায় এসেছিলেন এই চিত্রনায়ক। এরপর গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে রাজধানীর কয়েকটি এলাকার রাস্তাঘাট ডুবে যায়। এতে প্রায় সব নগরবাসী ভুগান্তিতে পড়েন। তা নিয়েও ওমর সানীর পোস্ট ভাইরাল হয়।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত