বিয়েতে পরিণীতি যে উপহার দিয়েছেন রাঘবকে
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৪
গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেসে সম্পন্ন হয়েছে আলোচিত জুটি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বিয়েতে। না করার পরও এ নবদম্পতি কাছের মানুষদের কাছ থেকে নানা উপহার পেয়েছেন। তবে নতুন জীবনের শুরুতে স্বামী রাঘবকে কী উপহার দিয়েছেন পরিণীতি?
রাঘবের জন্য পরিণীতির উপহার ছিল ‘এক্সক্লুসিভ’, যা কোনো দোকান থেকে কেনা নয়!
ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়েতে রাঘবের জন্য নিজেই একটি গান রেকর্ড করেছেন পরিণীতি। এ যুগলের বিয়ের অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বেজেছিল ‘ও পিয়া’ নামে সেই গানটি।
এদিকে এই প্রথম নয়, পরিণীতি আগেও গান গেয়েছেন। নিজের ‘মেরি প্যারি বিন্দু’ ছবিতে এক জন উঠতি গায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবিতে গানও গেয়েছিলেন অভিনেত্রী।
এর আগে গত শনিবার থেকে শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ, মেহেহি থেকে নব্বইয়ের দশকের আদলে সঙ্গীতের অনুষ্ঠান— কোনও কিছুই বাদ রাখেননি রাঘব-পরিণীতি। রবিবার চূড়া ও সেহরাবন্দি সেরিমনির পরে একে অপরের হাত ধরে সাত পাক ঘুরেছেন তারা।
এদিকে উদয়পুরে বিয়ে সেরে দিল্লিতে শ্বশুরবাড়ি ফিরেছেন পরিণীতি। নতুন খবর—আপাতত রাজধানীতে রাঘবের বাংলোতেই থাকছেন তিনি। বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনো পরিকল্পনাও নাকি নেই এ যুগলের। তবে প্রীতিভোজের অনুষ্ঠানে কোনও কমতি রাখতে চান না তারা। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন: প্রকাশ্যে এলো রাঘব-পরিনীতির বিয়ের ছবি
বাংলাদেশ জার্নাল/এএ