ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করলেন এ আর রহমান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১৬:৩৬

চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করলেন এ আর রহমান
সংগীতশিল্পী এ আর রহমান। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান। চেন্নাইয়ে অনুষ্ঠিত একটি কনসার্টে বিশৃঙ্খলা নিয়ে শ্রোতাদের রোষানলে পড়েছিলেন তিনি। সেই বিতর্ক কাটিয়ে উঠার আগেই নতুন বিতর্কে জড়ালেন। মোটা অংকের পারিশ্রমিক নেয়ার পরও এ গায়ক অনুষ্ঠানে হাজির হননি বলে অভিযোগ তুলেছে চেন্নাইয়ের এক চিকিৎসক সংগঠন।

সংগঠনের দাবি, অনুষ্ঠানে পারফর্মের জন্য ২৯ লাখ টাকা অগ্রিম দেয়া হয়েছিল। টাকা নেয়ার পরও অনুষ্ঠান করেননি এ আর রহমান। এমনকি পরবর্তীতে সেই টাকা ফেরতও দেননি তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, ওই সংগঠনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে গায়কের টিম। একই সঙ্গে গায়কও অস্বীকার করেছেন। বরং পাল্টা ওই সংগঠনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দাবি করেছেন বলিউড গায়ক।

গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ের শহরতলী ইস্ট কোস্ট রোডের আদিত্যরাম প্যালেস সিটিতে সন্ধ্যায় আয়োজিত একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানে পারফর্মের কথা ছিল এ আর রহমানের। অস্কারজয়ী গায়কের লাইভ অনুষ্ঠান কথা বলে হাজির হয়েছিলেন হাজার হাজার শ্রোতা। কেউ কেউ বিকেল ৪টা থেকেই হাজির হতে থাকেন। কিন্তু তারপরও সিট পাননি অনেকে।

অনুষ্ঠানে অনেক বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছিল, সে ঘটনার ভিডিও সোশ্যালে এখন ভাইরাল। কেউ কেউ ক্ষোভে টিকিটও ছিঁড়ে ফেলেন। একই সঙ্গে শো নিয়ে দুর্নীতির অভিযোগও উঠে। কেউ কেউ গায়কের দিকে আঙুল তুলে বলেন, আপনার নিজের শহরের লাইভ কনসার্টেই এই অব্যবস্থা?

এ আর রহমান বলেন, এদিন মানুষের সুনামি নেমে এসেছিল। গায়ক হিসেবে ভালো শো উপহার পাওয়া আমার কর্তব্য। ভেবেছিলাম উদ্যোক্তরা সবদিকে খেয়াল রাখবেন। শুধু প্রার্থনা করেছিলাম, যেন বৃষ্টি না হয়। পরে অব্যবস্থার কথা জানতে পেরে খারাপ লেগেছে। সুরক্ষার দিকেও নজর রাখা উচিত ছিল। সেখানে অনেক নারী ও বাচ্চাও ছিল। তারপরও আমি সরাসরি কারও দিকে আঙুল তুলছি না।

এছাড়া তিনি ‘এক্স’ (সাবেক টুইটার) লেখেন, আপনারা যারা টিকিট কিনেও শো দেখতে পারেননি, দয়া করে টিকিটের কপি পাঠান আমাদের। আমার টিম যতদ্রুত সম্ভব পদক্ষেপ নেবে। সূত্র: সংবাদ প্রতিদিন

বাংলঅদেশ জার্নাল/এএ

  • সর্বশেষ
  • পঠিত