আথিয়া-রাহুলের ঘরে আসছে নতুন অতিথি!
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৯:১৭
বলিউডে যেন মা-বাবার তালিকায় নাম লিখিয়েই চলেছেন তারকারা। আনুষ্কা শর্মা মা হওয়ার পর এ বার কি হবু মা-বাবার তালিকায় নাম লিখিয়েছেন লোকেশ রাহুল-আথিয়া শেট্টি! এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার।
যদিও এ বিষয়ে আথিয়া বা রাহুল কেউই কোনো মন্তব্য করেননি। তবে, ইঙ্গিত দিয়েছেন আথিয়ার বাবা সুনীল শেট্টি। আর তাতেই বলি পাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সম্প্রতি 'ডান্স দিওয়ানে' শোয়ে মাধুরী দীক্ষিতের সঙ্গে বিচারকের আসনে দেখা যাচ্ছে সুনীলকে। সেখানেই উপস্থাপিকা ভারতী সিংহ মজার ছলে তাকে জিজ্ঞেস করেন, ‘‘দাদু হলে কেমন আচরণ করবেন আপনি? কারণ, আপনার মতো দাদু পাওয়া তো ভাগ্যের ব্যাপার!’’ সুনীল ভারতীর প্রশ্নের উত্তরে বলেন, ‘‘পরের সিজনে যখন আসব, তখন আমি দাদুর মতো হেঁটে দেখাব।’’ এরপরই শুরু হলো গুঞ্জন।
২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তারপর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে বিয়ে হয় তাদের। সবে এক বছর হয়েছে, এর মধ্যেই কি তবে সুখবর দিতে চলেছেন তারকা দম্পতি? যদিও বরাবরই প্রচারের আলো থেকে দূরেই থাকতে চান তারা। কিন্তু, অন্তঃসত্ত্বা হওয়ার খবর কি আদৌ সত্যি? নাকি নিছকই মজা করেছিলেন সুনীল? সেই নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
বাংলাদেশ জার্নাল/ এমএম