ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বিজয়ের পারিশ্রমিক ২৪৯ কোটি টাকা!

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১০

বিজয়ের পারিশ্রমিক ২৪৯ কোটি টাকা!
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় একের পর এক বড় চমক দিয়েই চলেছেন। দক্ষিণী ছবির দুনিয়া ছাড়িয়ে তার জনপ্রিয়তার ঢেউ এখন বলিউডের বুকেও আছড়ে পড়েছে। আগামী ৫ সেপ্টেম্বর আসছে তার নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘দ্য গোট’। সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কট প্রভু। আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।

ভেঙ্কট প্রভু নির্মিত আলোচিত সিনেমাটি নির্মিত হয়েছে তামিল ভাষায়। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন স্নেহা। বেশ কিছু দিন ধরে ‘দ্য গোট’ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন বিজয়। মুক্তির আগেই আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে গুঞ্জন উড়ছে। কিন্তু কত টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয়?

সিয়াসাত ডটকম জানিয়েছে, ‘দ্য গোট’ সিনেমার জন্য ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয়। যা বাংলাদেশি মুদ্রায় ২৪৯ কোটি ৫৯ লাখ টাকার বেশি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। ৩০০-৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত