ঢাকা, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

জন্মদিনে বিশেষ চমক দিতে যাচ্ছেন শাহরুখ খান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১১:৫২  
আপডেট :
 ০১ অক্টোবর ২০২৪, ১১:৫৮

জন্মদিনে বিশেষ চমক দিতে যাচ্ছেন শাহরুখ খান
ছবি: সংগৃহীত

শাহরুখ খানের ‘পাঠান’, ‘জাওয়ানে’র এই সাফল্যের পর ‘ডানকি’ও হয়েছে ব্যবসাসফল। গতবছর এভাবেই হেসে খেলে কেটেছে কিং খানের। চলতি বছর আলোচনায় আছেন নতুন কাজের খবর দিয়ে। এবার জানা গেল নিজের জন্মদিনে বিশেষ চমক দেবেন শাহরুখ।

শাহরুখের আসন্ন সিনেমা 'কিং'-এ গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এরইমধ্যে ছবির থিম মিউজিক নিয়ে কাজ শুরু করেছেন তিনি। জানা গেছে, বেশ বড়সড় চমক আসছে 'কিং'-এর গানে।

এবার খবর, ইতিমধ্যেই নাকি ছবির ঘোষণার থিম মিউজিক তৈরি শেষ করেছেন অনিরুদ্ধ। শাহরুখ খানের জন্মদিনেই ছবি মুক্তির ঘোষণা হবে বলেও জানা গেছে। বর্তমানে মেয়ে সুহানা খানের সঙ্গে অ্যাকশন দৃশ্যের অনুশীলনে ব্যস্ত কিং খান।

সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কিং খান। ‘জাওয়ান’ছবিটি এ সম্মান এনে দিয়েছে তাকে। এতে শাহরুখের সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন। ছিলেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপতি। সব রেকর্ড ভেঙে আয়ের ঝুলিতে হাজার কোটি তুলে নিয়েছিল সিনেমাটি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত