ঢাকা, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

আবারও মা হচ্ছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১৬:০৮

আবারও মা হচ্ছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান
বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। ছবি: সংগৃহীত

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেছিলেন তিনি। এরপর মুফতি আনাস সৈয়দের সঙ্গে সংসার শুরু করেন এই অভিনেত্রী। ২০২৩ সালের জুলাই মাসে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান। আবারও দেড় বছরের মাথাতেই মা হতে চলেছেন এ প্রাক্তন অভিনেত্রী।

শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে এ সুখবর জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, এই ধরনের উপহার দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দু’আ করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।

২০২০ সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার আগেই সানা অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন সানা খান। বিগবস ৬ এবং সালমান খানের সিনেমা ‘জয় হোতে’ অভিনয়ের জন্য দর্শকমহলে পরিচিত পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত