ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ফাইনালে ঐশী, অপেক্ষায় বাংলাদেশ

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৩:০৫  
আপডেট :
 ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:১০

ফাইনালে ঐশী, অপেক্ষায় বাংলাদেশ

স্বনামধন্য আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের উদ্যোগে বাংলাদেশে গত দুই বছর ধরে ‘মিস ওয়ার্ল্ড’ এর জন্য প্রতিযোগী নির্বাচন করা হচ্ছে। যার অংশ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) রাজদর্শন হলে এক চোখ ধাঁধাঁনো অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর। এবারের আসরে বিজয়ীর মুকুট জয় করে নেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

আজ শনিবার চীনের সায়নায় বসতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড’ এর গ্র্যান্ড ফিনালের জমকালো আসর। আর এ আয়োজনের মধ্য দিয়েই এবারের মিস ওয়ার্ল্ড বিজয়ীর মাথায় উঠবে মুকুট। আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়া বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশীর দিকে নজর থাকবে সারা বাংলাদেশের।

এদিকে কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে সেরা ৩০ এ পৌঁছে যান তিনি। এবার ঐশী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়ে বিশ্বের ১১৮ প্রতিযোগীর মধ্যে সেরা ৩০ নির্বাচিত হয়ে ‘মিস ওয়ার্ল্ড’র গ্র্যান্ড ফিনালেতে অংশ নিচ্ছেন।

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ঐশী ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সে আজ গ্র্যান্ড ফিনালেতে অংশ নিচ্ছে। এটা আমাদের সবার জন্য অনেক গর্বের ব্যাপার। অন্তর শোবিজের চেয়ারম্যান হিসেবে আমি গর্বিত। বাংলাদেশের পতাকাকে নতুনভাবে নতুন জগতে প্রবেশ করাতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত।

এর আগে গেল বছরে মিস ওয়ার্ল্ডের বিজয়ীর মুকুট জয় করে নিয়েছিলেন ভারতের মানসী ছিল্লার। এবারের মিস ওয়াল্ডের এর গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। অনুষ্ঠানটি লন্ডন লাইভ চ্যানেলে লাইভ দেখা যাবে।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত