ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

টিভিতে ‘হাসিনা : অ্যা ডটারস টেল’

টিভিতে ‘হাসিনা : অ্যা ডটারস টেল’

এবার ছোটো পর্দায় দেখা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নির্ভর ডকুমেন্টারি ফিল্ম ‘হাসিনা : অ্যা ডটারস টেল’।

বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচার সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর দুপুর ৩টায় চ্যানেল আই, মাছরাঙা ও গাজী টিভিতে প্রচার হবে ‘হাসিনা : অ্যা ডটারস টেল’।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু। এর চিত্রগ্রহণে ছিলেন সাদিক আহমেদ।

নির্মাণ রেজাউর রহমান খান পিপলু জানান, ‘হাসিনা, অ্যা ডটারস টেল’ ডকুফিল্মের দৈর্ঘ্য ৭০ মিনিট। যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও তার পরিবারের সদস্যদের দেখা যাবে। পর্দায় উঠে এসেছে শেখ হাসিনার সাধারণ জীবনের চিত্র। এটি আমাদের পাঁচ বছরের পরিশ্রমের ফসল। জানা গেছে, আগামী ২১ ডিসেম্বর এটি বিটিভি’তেও প্রচার করা হবে।

চলতি বছর ১৬ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রাধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা : অ্যা ডটারস টেল’।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত