ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চলে গেলেন বিশিষ্ট সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৯

চলে গেলেন বিশিষ্ট সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়
বাংলার বিশিষ্ট সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় আর নেই । সোমবার দুপুরে কলকাতায় সল্টলেকের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। চলতি বছরের গত আগষ্ট মাসে রক্তে অক্সিজেনের ওঠানামার ফলে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন শিল্পী। কিন্ত বাড়ি ফেরার পরের মাসেই ফের ফুসফুসে সমস্যা দেখা দেয়। ফলে সেপ্টেম্বরে ফের হাসপাতালে ভর্তি হন তিনি।

১৯২৭ সালের ১২ নভেম্বর এই জনপ্রিয় শিল্পীর জন্ম হয়। দ্বিজেন মুখোপাধ্যায়েত গাওয়া রবীন্দ্র সংগীত শ্রোতা সমাজে অন্যমাত্রায় পৌঁছে গিয়েছিলো। চল্লিশের শেষের দিকে একসঙ্গে অনেক জনপ্রিয় গান উপহার দেন এই শিল্পী।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, রেখো মা দেশেরে মনে, একদিন ফিরে যাবো চলে। এছাড়াও তিনি পঙ্কজ মল্লিকের পরিচালনায় মহালয়ার প্রভাতি অনুষ্ঠানে জাগো দুর্গা গানটি গেয়ে জনপ্রয়তার শীর্ষে পৌঁছান। দ্বিজেন মুখোপাধ্যায় একাধিক বাংলা ছবিতেও গান গেয়েছেন। ক্ষুধিত পাষান, সান্ধ্য রাগ, বনপলাশির পদাবলী, হুইল চেয়ার ছবিতেও কন্ঠ দিয়েছিলেন তিনি। বাংলাদেশেও এই শিল্পীর জনপ্রয়তা ছিলো যথেষ্ট। বাংলাদেশের বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছিলেন তিনি। ভারতে দ্বিজেন মুখোপাধ্যায় পদ্মভূষন পুরস্কার পান। পরে বঙ্গবিভূষন সম্মান পান তিনি।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত