ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নায়ক সাইমনকে কী বললেন প্রধানমন্ত্রী?

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪৪  
আপডেট :
 ০৯ জানুয়ারি ২০১৯, ১৬:৩০

নায়ক সাইমনকে কী বললেন প্রধানমন্ত্রী?

কিছু দিন আগেই অনুষ্ঠিত হয়ে গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এককভাবে দল হিসেবে আওয়ামী লীগ পেয়েছে সর্বোচ্চ ২৫৯টি আসন।

এবার নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার প্রচারণায় আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছিলেন নানা অঙ্গনের তারকারা। তারমধ্যে ছিলেন অভিনয় শিল্পী, চিত্রশিল্পী, সংগীত শিল্পী ও বুদ্ধিজীবীরা।

প্রচারণার মাঠে বেশ সরব ছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক সাইমন সাদিক। নির্বাচনে প্রচারণায় তিনি ছুটেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নিজ এলাকাতেও নির্বাচনের আগে গিয়ে নৌকার পক্ষে চেয়েছেন ভোট।

নির্বাচনে জয়ের পর গেল শুক্রবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন শোবিজ অঙ্গনের তারকারা। শুক্রবার বিকেলে পুরো গণভবন যেন ছিল তারকাদের পদ চারণায় মুখরিত। প্রধানমন্ত্রীর সাথে আলাপ, হাসি, ঠাট্টায় বেশ মেতে ছিলো চলচ্চিত্র, নাটক, সংগীত শিল্পী, সাংবাদিকরা।

নায়ক সাইমন সাদিক তার ফেসবুকে একটি ছবি পোষ্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু বলছেন আর তা মনযোগ দিয়ে শুনছেন সাইমন। সাইমনকে কি বলছিলেন প্রধানমন্ত্রী? বিষয়টি নিয়ে বাংলাদেশ জার্নালের সাথে আলাপকালে সাইমন বলেন, ‘আমরা এবার শুরু থেকেই নৌকার পক্ষে মাঠে নেমে ছিলাম। সবার দোয়া আর ভালোবাসায় এবারো ক্ষমতায় এসেছেন আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন আমারা সবাই গণভবনে গিয়েছিলাম সৌজন্য সাক্ষাতের জন্য।’

আমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্বাচন শেষ হলো এবার চলচ্চিত্রের কাজটা যেন মন দিয়ে করি।’

সেদিন অনেকের মতোই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন নব নির্বাচিত এমপি, চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক ফারুক। আরো ছিলেন সুপার স্টার শাকিব খান, অপু বিশ্বাস, ফেরদৌস, জায়েদ খান, সাইমন সাদিক। পাশাপাশি নাটকের শিল্পীদের মাঝে ছিলেন শমী কায়সার, তারিন, আফসানা মিমি,আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত