ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ডানা ছাড়াই উড়ছে পরী!

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৯, ১৩:১১  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০১৯, ১৩:২৫

ডানা ছাড়াই উড়ছে পরী!

যৌথ প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ ছবিটি ২০১৬ সালে ঈদুল আজহায় বাংলাদেশে শতাধিক হলে মুক্তি পায়। ছবিটিতে এক ভিন্ন চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় আসেন নায়িকা পরীমনি। ছবিটির ‘ডানা কাটা পরী’ শিরোনামের আইটেম গানটি শুরু থেকেই বেশ প্রশংসিত হয়ে আসছে। আর সেই ধারাবাহিকতায় শীর্ষে উঠে গেলেন পরীমনি।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজ তাদের প্রযোজিত চলচ্চিত্রগুলোরে গানের সেরা দশের তালিকা প্রকাশ করেছেন। যেখানে সবার উপরে আছে পরীমনির ‘ডানা কাটা পরী’ শিরোনামের আইটেম গানটি।

পরী জানান, ‘ডানা কাটা পরী’ গানটা আমার কাছে সব সময় জীবন্ত মনে হয়, যখনই দেখি তখনি মনে হয় এখনই গানটি গেয়ে আসলাম, কখনই পুরাতন মনে হয় না।

এবার দেখে নেয়া যাক সেই সেরা দশ গানের তালিকা....

১। ডানা কাটা পরী - রক্ত; ২ কোটি ৯২ লাখ : (পরিমনি ও রোশান)

২। ওহে শ্যাম - পোড়ামন-২, ২ কোটি ৬০ লাখ: (সিয়াম ও পূজা)

৩। ইয়ারা মেহেরবান - বস-২, ২ কোটি ৫ লাখ: (জিত ও ফারিয়া)

৪। ষোল আনা - নবাব, ১ কোটি ৭৯ লাখ: (শাকিব খান ও শুভশ্রী)

৫। ম্যাজিক মামুনি - অগ্নি-২, ১ কোটি ৭৬ লাখ: (মাহি)

৬। ধ্যাততেরিকি - বাদশা, ১ কোটি ৬৪ লাখ: (জিৎ ও ফারিয়া)

৭। মেয়েদের মন বোঝা - আশিকী, ১ কোটি ৬২ লাখ: (অঙ্কুশ ও ফারিয়া)

৮। কতবার বোঝাবো - অঙ্গার, ১ কোটি ৬২ লাখ: ওম ও জলি

৯। আমার মাথায় যত চুল - মেয়েটি এখন কোথায় যাবে, ১ কোটি ৩৭ লাখ: (ফজলুর রহমান বাবু ও জলি)

১০। সুতো কাটা ঘুড়ি - পোড়ামন-২, ১ কোটি ৩১ লাখ: (সিয়াম ও পূজা)

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত