ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

১৯’র শুভেচ্ছা জানালেন জীবন

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:২২  
আপডেট :
 ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৫৭

১৯’র শুভেচ্ছা জানালেন জীবন

অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার রবিউল ইসলাম জীবন। ‘শ্রেষ্ঠ গীতিকার’ হিসেবে এ পর্যন্ত ৩ বার পেয়েছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সময়ের অন্যতম আলোচিত এই গীতিকার ১৯ জানুয়ারি তার লেখা প্রকাশের অপেক্ষায় থাকা ১৯টি গানের একটি তালিকা ‘১৯ এর শুভেচ্ছা’ শিরোনামে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন।

এরমধ্যে তিনটি গান চলতি মাসেই প্রকাশ পেয়েছে। বাকি ১৬টি গান পুরোপুরি প্রস্তুত। এছাড়া বছর জুড়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ পাবে তার লেখা আরো অনেক গান। থাকবে দৃষ্টিনন্দন গান ভিডিও। অডিও-ভিডিওর পাশপাশি চলচ্চিত্র এবং অন্যান্য মাধ্যমেও শোনা যাবে জীবনের গান।

জীবনের কথায় চলতি মাসেই প্রকাশ হওয়া তিনটি গান

১- মেঘেরই খামে- ইমরান ও আনিসা। সুর ও সংগীত : ইমরান, ভিডিও নির্মাতা : ভিকি জায়েদ, লেবেল : ধ্রুব মিউজিক স্টেশন।

২- বর্ষাবরণ-ন্যান্সি ও কাজল আরিফ। সুর : কাজল আরিফ, সংগীত : মীর মাসুম, ভিডিও নির্মাতা : আতিফ আসলাম বাবু, লেবেল : অগ্নিবীনা।

৩- শহর-বোহেমিয়ান (ব্যান্ড) সুর ও সংগীত : ফারশিদ আলম, লেবেল : গান অ্যাপ।

প্রকাশের অপেক্ষায় থাকা আরো ১৬ গান

১- তোর নামের ইচ্ছেরা-ইমরান। সুর ও সংগীত : ইমরান, ভিডিও নির্মাতা : তানিম রহমান অংশু, লেবেল : গানচিল মিউজিক।

২- কিছু কথা-ইমরান ও বৃষ্টি। সুর ও সংগীত : ইমরান, ভিডিও নির্মাতা : ভিকি জায়েদ, লেবেল : সংগীতা।

৩- খোলা আকাশ-তাসনিম আনিকা। সু্র : বালাম, সংগীত : অ্যাপিরাস, ভিডিও নির্মাতা : অদিত, লেবেল : দ্য ইন্ডাষ্ট্রি।

৪-বিচ্ছেদের করাত-অংকন, সুর : মোহাম্মদ মিলন, সংগীত : এমএমপি রনি, ভিডিও নির্মাতা : চন্দন রায় চৌধুরী, লেবেল : ধ্রুব মিউজিক স্টেশন।

৫- জেনে গেছি-সাঈদা তানি। সুর ও সংগীত : ইমন চৌধুরী, ভিডিও নির্মাতা : পরাগ, লেবেল : ধ্রুব মিউজিক স্টেশন।

৬- উড়ে যেতে চাই-নাজু আখন্দ। সু্র ও সংগীত : সাজিদ সরকার, নির্মাতা-পরাগ, লেবেল : ধ্রুব মিউজিক।

৭- যদি একদিন : ইমরান ও আনিসা। সুর ও সংগীত : ইমরান, লেবেল : লেজার ভিশন।

৮- মন ছুটে যায়-ইমরান ও কোনাল। সুর ও সংগীত : ইমরান, লেবেল : রসগোল্লা।

৯- ভালোবাসি কি বলতে হয়-ইমরান। সুর ও সংগীত : ইমরান, লেবেল : গানচিল।

১০- অনেক কিছু-লিজা। সু্র : আকাশ সেন, সংগীত : সাজিদ সরকার, লেবেল : ধ্রুব মিউজিক স্টেশন।

১১- এমন মানুষ-তানজীব সারোয়ার। সুর ও সংগীত : ইমন চৌধুরী, ডেডলাইন মিউজিক।

১২- তোমার দেখা যদি পাই-পূজা। সুর ও সংগীত : আকাশ সেন।

১৩- হৃদয়ে তোমার ঠিকানা-পাপন ও তামান্না প্রমী। সুর ও সংগীত : অদিত।

১৪-মেঘের দেয়াল-রাজ বর্মণ। সুর ও সংগীত : স্যাভি, চলচ্চিত্র : লীলাবতী, পরিচালনা : জোবায়ের ইবনে বকর।

১৫- আমারে কইরো না ক্ষমা-ন্যান্সি। সুর ও সংগীত : এস আই টুটুল, চলচ্চিত্র : লীলাবতী, পরিচালনা : জোবায়ের ইবনে বকর।

১৬ সত্যি নাকি ভুল-প্রীতম হাসান। সুর ও সংগীত : প্রীতম হাসান, চলচ্চিত্র : ফ্রি (নাম চূড়ান্ত নয়), পরিচালনা : তানিম রহমান অংশু।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত