ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‘সংসদে না গিয়েও দেশের জন্য অনেক কিছুই করা যায়’

  আসিফ আলম

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:৫৫  
আপডেট :
 ২৩ জানুয়ারি ২০১৯, ১৪:১০

‘সংসদে না গিয়েও দেশের জন্য অনেক কিছুই করা যায়’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে বিজয়ের পর এবার সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন অনেকেই।

এবার একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বেশ অনেকজন শোবিজ অঙ্গনের তারকা মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। যা সত্যি চোখে পড়ার মতো।

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নাসরিন আক্তার নিপুণ। সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ জার্নালের সাথে বেশ খোলামেলা কথা বললেন নিপুন।

মনোনয়নপত্র কেনার বিষয়ে জানতে চাইলে সরাসরি নিপুন বলেন, ‘না আমিতো কোন মনোনয়নপত্র কিনিনি। যা শোনা যাচ্ছে সবই গুজব। আমি একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কলকাতা গিয়েছিলাম। অনেকেই আমার কমেন্ট না দিয়েই হয়তো নিউজ করেছে।’

সংসদে না গিয়েও দেশের জন্য অনেক কিছুই করা যায় উল্লেখ করে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘আসলে দেশের জন্য কিছু করার ইচ্ছে থাকলে সংসদে গিয়েই করতে হবে এটা আমি বিশ্বাস করি না। করার ইচ্ছে থাকলে বাইরে থেকেও করা যায়। আমি যেমন ব্যবসা করছি সেখানে অনেক মেয়ের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তাছাড়া আমি পারিবারিক ভাবেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছি। তাই আমি মনে করি কিছু করার ইচ্ছে থাকলে সংসদের বাইরে থেকেও করা যায়।’

অনেকেই আগে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত ছিলেন না কিন্তু হুট করেই এখন অনেকেই আসছেন সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানতে চাইলে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা বলেন, ‘নির্বাচনের সময় আমিও মাঠ পর্যায়ে কাজ করেছি। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা করতেই পারি। তাছাড়া আমাদের যেহেতু ফেইসভ্যালু আছে সো আমরা প্রচারণা করতেই পারি। আর মনোনয়নপত্র কেনার বিষয়টি নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো একজন নাগরিক হিসেবে যে কেউ মনোনয়নপত্র কিনতে বা জমা দিতেই পারে তবে যা সিদ্ধান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিবেই। তিনি যথেষ্ট বিচক্ষণ। কারা দলের জন্য কাজ কররেছেন বা করছেন তিনি আবশ্যই জানেন। আর সে অনুযায়ী সিদ্ধান্ত নিবেন।’

‘রত্নগর্ভা’ মা ছবিতে অভিনয় করে বড় পর্দায় পা রাখেন নিপুন। এরপর একে একে অনেক গুলো ছবিতে অভিনয় করেন এই নায়িকা। ‘সাজঘর’, ‘চাঁদের মতো বউ’ সিনেমায় অভিনয় করে নিপুন দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত