ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

একুশে গ্রন্থমেলায় হিরো আলমের লেখা বই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪০

একুশে গ্রন্থমেলায় হিরো আলমের লেখা বই

অমর একুশে গ্রন্থমেলায় আশরাফুল আলম ওরফে হিরো আলমের লেখা ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেবো’ শিরোনামে একটি বই এসেছে। বইটি সম্পাদনা করেছেন সৌরভ আলম সাবিদ। প্রকাশ করেছে তরফদার প্রকাশনী। বইমেলার ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

বইটিতে হিরো আলমের জীবনের উত্থান-পতনের নানা দিক স্থান পেয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে হিরো আলম বইমেলায় বসে ভক্তদের অটোগ্রাফ দেবেন বলেও জানিয়েছেন লেখক নিজেই।

বই লেখার বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেছেন, আমার সম্পর্কে না জেনেই আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়। কিন্তু পর্দার ওপারে হিরো আলমকে কয়জন চেনেন?

বইটি অন্তত একবার পড়া কিংবা খুলে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার জীবনটা কতটুকু কষ্টের মধ্যে পার হয়েছে এবং কতটুকু পরিশ্রমের মাধ্যমে আমি হিরো আলম হয়েছি সেটা কেবল আমি জানি। তবে বইটি পড়লে আপনারাও সেটা জানতে পারবেন। এতটুকু পারি, বইটি পড়ার পর আপনারা আমাকে নিয়ে আর হাসি-ঠাট্টার পরিবর্তে উৎসাহ দেবেন।

বইমেলার পাশপাশি বইটি অনলাইন বিপনন প্রতিষ্ঠান রকমারি ডটকমে(https://www.rokomari.com/book) পাওয়া যাবে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত