ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সময় বদলালেও, বদলায়নি তারা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৯  
আপডেট :
 ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৪

সময় বদলালেও, বদলায়নি তারা

আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, তৌকির আহমেদ নোবেল, আফসানা মিমি মতো অনেক শিল্পী আছেন যারা নব্বইয়ের দশকে টিভি পর্দায় অভিনয় করে জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছুই। ব্যস্ততার কারণে এখন আর তাদের তেমন একটা এক সাথে দেখা যায় না।

ভালো লাগা, ভালোবাসা বলে কথা। সময় যতই যাক, ব্যস্ততা যতই থাকুক প্রিয় মানুষদের সাথে আড্ডায় মেতে উঠতে কার না মন চায়। আর তাইতো ব্যস্ততার মাঝেও আড্ডায় মেতে থাকা প্রিয় মানুষদের সাথে তোলা ছবিটি মঙ্গলবার বিপাশা হায়াত তার ফেসবুক পেইজে শেয়ার দিয়েছেন। ক্যাপশন শুধু লিখেছেন ‘আমরা’।

ছবিটিতে ছিলেন শোবিজ অঙ্গনের নব্বই দশকের অনেক প্রিয় মুখ। ছিলেন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, তৌকির আহমেদ নোবেল, আফসানা মিমি, রোজী সিদ্দিকী, অপি করিম, ঈশিতা, শহীদুজ্জামান সেলিম, মিডিয়ার একঝাঁক সফল পরিচিত মুখ তার।

ছবিটি পোস্টের পর আসতে থাকে নানা কমেন্ট। ছবিটিতে শিব্বির নামে একজন কমেন্ট লিখেছেন, একেবারে “ফাগুন হাওয়া” আমাদের শৈশবের। অন্যদিকে জুই জান্নাত নামে উঠতি এক অভিনেত্রী লিখেছেন, আপু হিংসে হয়না কষ্ট লাগে। যে তারাগুলো আর আগের মতো জ্বলে উঠে না। আমরা আপনাদের অভিনয় দেখে অভিনয় করতে আগ্রহী হয়েছি। আমরা আপনাদের খুব মিস করি।

আবার একজন লিখেন, আপনাদের দেখে হিংসে নয় কৃতজ্ঞতা জাগে মনে। সেই সাদাকালো বিটিভিই যখন ছিলো আমাদের অবসরের একমাত্র সুস্থ এবং উপভোগ্য বিনোদন। আপনারা প্রতিটা মানুষ ছিলেন আমাদের অসম্ভব প্রিয়। যাদের খুব কাছের মনে হতো। আজকাল পর্দার ভেতরের মানুষগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে খুব কাছে চলে আসলেও কাছের মানুষ বা আপন মানুষ তাদের কখনোই মনে হয়না।

নিজ নিজ জায়গায় আজ তারা সফল। পার করছেন ব্যস্ত সময়। কেউ নিজের সংসার আবার কেউ নাটক, চলচ্চিত্র নিয়ে সময় পার করছেন। তবুও ভালোবাসার মানুষগুলো থেকে দূরে যায়নি তারা। সময় বদলালেও বদলায়নি তারা।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত