ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ফারিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ করবেন সানাই

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫১

ফারিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ করবেন সানাই

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত একটি নাম সানাই সুপ্রভা। ব্যক্তিগত কিছু কারণে বরাবরই সমালোচিত ও ট্রোলড হয়েছেন মডেল সানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ও কনটেন্ট ছড়ানোর কারণে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে গত রোববার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিএমপির সাইবার সিকিউরিটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সানাইকে।

অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে মডেল ও অভিনেত্রী সানাই মাহবুবকে আটকের ঘটনার পর তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

এ প্রসঙ্গে ফারিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এদের মতো অসভ্য কুলাঙ্গারগুলো জন্য সবার নাম খারাপ হয়! সে (সানাই) নাকি অভিনেত্রী! কিসের অভিনেত্রী? কোথায় কাজ করেছে? কোন নাটক? কোন সিনেমা? শুধু শুধু এটেনশনের জন্য মিডিয়ার নাম বিক্রি! কেন কার নামের পাশে অভিনেত্রী যোগ করা হলো?’

তিনি আরো লিখেছেন, ‘এসব অশালীন মেয়েদের জন্য আমাদের একশো কথা শুনতে হয়। আর আমাদের মিডিয়া, যত ফকিন্নি/ঝকিন্নি আছে সেগুলো নিয়ে মাতামাতি করে! কেন এদের ভাইরাল করতে হবে?’

ফারিয়ার এসব মন্তব্যের প্রেক্ষিতে সানাই তার ফেসবুক পেইজে লিখেছেন, ’আমি বাংলাদেশের আইনকে অসম্ভব সম্মান করি এবং আমি বিশ্বাস করি আইন সবার জন্য সমান। শবনম ফারিয়া নামের একজন মডেল গতকালকে আমাকে নিয়ে যে অসভ্য ভাষায় ফেসবুকে ওপেন পোস্ট দিয়েছে এটা কি আইনের আওতায় আসেনা?

একজন মানুষ হিসেবে মানুষের ভুল হতেই পারে এবং আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ ও তার আইন আছে, ভুল ধরার সে কে? তাকে কে দায়িত্ব দিয়েছে? ঠিক আছে, আমি তারকা মডেল সানাই। আমাকে নিয়ে যে কেউ পোস্ট দিতেই পারে। তারকাদের লাইফ নিয়ে মানুষের জানার আগ্রহ নতুন কিছু না, একজন সাধারন মানুষ হিসেবে সেও আমার লাইফ নিয়ে মন্তব্য করতে পারে কিন্ত কোন অবস্থায় অসভ্য ভাষা ব্যবহার করতে পারে না এবং আমার মা, বাবা কে নিয়ে অসভ্য ভাষা ব্যবহার করতে পারে না।

আমি বাংলাদেশ সাইবার অপরাধ নিরাপত্তা বিভাগের কাছে বলছি, আপনারা তার পোস্টটি দেখেন এবং পোস্টের ভাষাগুলো দেখেন, সে কি একজন নাগরিক হয়ে আর একজন নাগরিককে এগুলো ভাষা ব্যবহার করে গালি দিতে পারে? তাকে গালি দেওয়ার অধিকার কে দিয়েছে? তাও আবার ফেসবুকে? ফেসবুক কি গালি দেওয়ার জায়গা?

বিজ্ঞ সাইবার অপরাধ নিরাপত্তা ইউনিট আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, সে কোন অবস্থায় আমার মা-বাবা কে গালি দিতে পারেনা তাও আবার ফেসবুকে ওপেন পোস্ট দিয়েছে। আমার মা-বাবা কোন দোষ করেনি, আমি এর সুষ্ঠু বিচার আশা করছি এবং আমার সাইবার ইউনিটের উপর পূর্ণ আস্থা আছে, আস্থা আছে বাংলাদেশ আইনের উপর। আইন সবার জন্য সমান।’

ফারিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইমে কোন মামলা/অভিযোগ করা হয়েছে কিনা সেটি জানতে সানাইকে ফোন দেয়া হলে তিনি জানান, এখনো কোন অভিযোগ করা হয়নি। তবে আজ কালের মধ্যেই ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ করবো।’

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত