ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

আগুনের বিরুদ্ধে অগ্নিযুদ্ধ বললেন ইমরান হাশমি

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪

আগুনের বিরুদ্ধে অগ্নিযুদ্ধ বললেন ইমরান হাশমি

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি জওয়ানের মৃত্যুর ১২ দিন পর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত।

পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালানোর পর ভারতের চলচ্চিত্র ও ক্রিকেট অঙ্গনের বেশ কয়েকজন তারকা বায়ুসেনাদের (ইন্ডিয়ান এয়ার ফোর্স-আইএএফ) সালাম জানিয়েছেন। সেনাদের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে বায়ুসেনাদের প্রশংসা করেছেন বলিউড তারকা ইমরান হাশমি। তিনি বলেছেন, ‘আগুনের বিরুদ্ধে অগ্নিযুদ্ধ! বায়ুসেনাদের প্রতি শ্রদ্ধা। সার্জিক্যাল স্ট্রাইক আরো দরকার।’

টুইটারে বলিউড সুপারস্টার সালমান খান লিখেছেন, ‘ভারতের বায়ুসেনাদের প্রতি শ্রদ্ধা, জয় হো!’

দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত লিখেছেন, ‘সাবাস ভারত।’

ভারতীয় বিমানবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফারাবাদে জঙ্গি আস্তানায় এ হামলা চালিয়েছে। ওই আস্তানায় এক হাজার কেজি লেজার গাইডেড বোমা নিক্ষেপ করে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের অন্তত তিনটি কন্ট্রোল রুম এবং বেশ কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই হামলায় অন্তত ৩০০ জন জইশ-ই-মোহাম্মদ সদস্যের মৃত্যু হয়েছে।

এ ছাড়া বলিউড তারকা অজয় দেবগন, বরুণ ধাওয়ান, কঙ্গনা রানাউত, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, চেতন ভগত, স্বরা ভাস্কর, রিতেশ দেশমুখ, রাভিনা ট্যান্ডন, সুনীল শেঠি, অতুল কাসবেকার, মধুর ভান্ডারকার, তুষার কাপুর, মল্লিকা শেরওয়াত, আফতাব শিবদাসানি, করণ ট্যাকার; দক্ষিণী তারকা রামচরণ, প্রভাস, মহেশ বাবু, কমল হাসান, জুনিয়র এনটিআর, সামান্থা আক্কিনেনি; টিভি তারকা করণবীর বোহরা; ক্রিকেট তারকা বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীরসহ অনেকে ভারতীয় সেনাদের সালাম জানিয়েছেন।

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর পাক-ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনারা। সেবার উরির জঙ্গি হামলার জবাব দিতে ওই সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। এবার পুলওয়ামার জঙ্গি হামলার জবাব দিতে মোট এক হাজার কেজির বোমা ফেলে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত