ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

নারী দিবসে অপু বিশ্বাসের চাওয়া

  আসিফ আলম

প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১৪:০০  
আপডেট :
 ০৮ মার্চ ২০১৯, ১৪:০৯

নারী দিবসে অপু বিশ্বাসের চাওয়া

ঢাকাই ছবির কুইন বলা হয় তাকে। মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে রানী হয়ে আছেন। তিনি আর কেউ নন তিনি অপু বিশ্বাস। নানা জটিলতার কারণে বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই নায়িকা। সবকিছু ছাপিয়ে আবারো নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।

শুক্রবার সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর এ নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জার্নালের সাথে আলাপকালে অপু বিশ্বাস দিলেন বিশেষ বার্তা।

অপু বিশ্বাস বলেন, ‘নারী দিবসে আমি মেয়েদের তথা নারীদের উদ্দেশ্যে বলবো তারা যেনো কখনই শুধু একজন মেয়ে মানুষ না ভাবে। আমরা মানুষ, আমারও পারি, আমারও কোন কিছুতে পিছিয়ে নেই। মানুষ হিসেবে এক জীবনে অনেক কিছুই করার আছে। মেয়েরা তার বাইরে নয়। শুধু নারী বলে নিজেকে পিছিয়ে রাখা উচিত নয়। কাজের সাথে কোন সমঝোতা নেই। ভালো কাজের নিজেকে সম্পৃক্ত রাখা উচিত সব সময়’।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নারীদের আইডল উল্লেখ করে অপু বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে বুদ্ধি, মেধা, সচেতনতা থাকলে সবকিছু জয় করা সম্ভব। নারী বলে আলাদা কিছু নেই। আমিও আমার ব্যক্তি জীবন থেকে বলতে চাই, ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব। সুতরাং নিজেদের মনোবল শক্ত করে সামনে এগিয়ে যাওয়া’।

নারী দিবসে বিশেষ চাওয়া কী জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, এই দিনে আমার একটিই চাওয়া যে ধর্ষণের সঠিক বিচার হোক। যখন দেখি ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ করা হয় তখন আসলে নিজেকে ঠিক রাখা যায় না। সেই বাচ্চা মেয়েটি আমার বোন, মেয়ে হতে পারতো। তাই সরকারের কাছে আমার চাওয়া হলো কোন ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলে কোন কথা না শুনেই যেনো তার মৃত্যুদণ্ড দেয়া হয়। এটা করা হলে এরকম কাজ করার সাহস আর কেউ পাবে না।

এদিকে অপু বিশ্বাস অভিনীত দেবা বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি অপেক্ষায় আছে। ছবিতে অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধেছেন নায়ক বাপ্পি চৌধুরী। সব কিছু ঠিক থাকলে আসছে পহেলা বৈশাখে ছবিটি সারা দেশে মুক্তি পাবে।

বাংলাদেশ জার্নাল/এএ/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত