ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

মুক্তিযুদ্ধ নিয়ে সংবৃতার আবৃত্তি প্রযোজনা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০১৯, ১৯:৫৮

মুক্তিযুদ্ধ নিয়ে সংবৃতার আবৃত্তি প্রযোজনা

মুক্তিযোদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে ২৬ মার্চ সামনে রেখে আবৃত্তি সংগঠন সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র আয়োজন করেছে এক আবৃত্তি সন্ধ্যার। আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মঞ্চায়িত হবে ‘জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি।’

এই মঞ্চায়নে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের ওপর লেখা বিভিন্ন কবির ৩২টি কবিতা দৃশ্যকল্পের পরম্পরায় সাজিয়ে পরিবেশন করা হবে। আবৃত্তি প্রযোজনাটির স্লোগান ‘জনতার জয় সে কার সাধ্য রোখে, মৃত্যু পেরিয়ে হাসে মৃত্যুঞ্জয়’।

সংবৃতার সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী সামসুজ্জামান বাবু এ বিষয়ে বলেন, ‘এটি একটি মেলোড্রামা। বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুথথ্যান, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের কথা বিভিন্ন কবির কবিতা ও কবিতাংশ দিয়ে পরম্পরা সাজানো হয়েছে। আশা করি দর্শক-শ্রোতা একটি উপভোগ্য আবৃত্তিসন্ধ্যা উপভোগ করবেন।’

তরিকুল ফাহিমে গ্রন্থনা এবং এ কে এম সামছুদ্দোহার নির্দেশনায় অনুষ্ঠানাটিতে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করবেন সংবৃতার নবীন ও প্রবীণ আবৃত্তিশিল্পীরা।

বাংলাদেশ জার্নাল /এএ

  • সর্বশেষ
  • পঠিত