ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

শ্রীলংকায় পরীর 'স্বপ্নজাল'

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ১২:৫৩

শ্রীলংকায় পরীর 'স্বপ্নজাল'

শ্রীলংকার কলম্বোতে আগামী ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৯'। বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এ উৎসব। আর এই চলচ্চিত্র উৎসবেই প্রদর্শিত হবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ও পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত 'স্বপ্নজাল' ছবিটি।

তিন দিনব্যাপী 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজনে মোট ৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 'স্বপ্নজাল' ছাড়াও আরো প্রদর্শিত হবে, কামরুল হাসান লেলিনের 'ঘ্রাণ', বিজন আহমেদের 'মাটির প্রজার দেশে' অনম বিশ্বাসের 'দেবী' , তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র 'সীমান্তরেখা' এবং নূর ইমরানের 'কমলা রকেট'।

আয়োজক সূত্রে জানা যায়, উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রগুলো কলম্বোর ন্যাশনাল ফিল্ম করপোরশন হলে প্রদর্শিত হবে। উৎসব শেষ হবে ৩১ মার্চ।

বাংলাদেশ জার্নাল /এএ

  • সর্বশেষ
  • পঠিত