ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

অস্ট্রেলিয়ায় যেভাবে কাটছে শাবনূরের সময়

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৭:৩৮  
আপডেট :
 ২৫ মার্চ ২০১৯, ১৭:৫০

অস্ট্রেলিয়ায় যেভাবে কাটছে শাবনূরের সময়

ঢাকাই চলচ্চিত্রের পর্দা কাঁপানো অভিনেত্রী শাবনূর। ৯০ দশক থেকে এ পর্যন্ত আসা চিত্র তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে বিবেচনা করা হয় তাকে। চলচ্চিত্র থেকে দীর্ঘ দিন দূরে আছেন এই নায়িকা। স্বামী ও সংসার নিয়েই কাটছে তার জীবন। বছরের বেশী ভাগ সময়ে থাকেন তিনি অস্ট্রেলিয়ায়।

মাঝে মাঝে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও চলচ্চিত্রে নিয়মিত নন তিনি। কিছুদিন আগেও বাংলাদেশে ছিলেন তিনি। তবে কিছু দিন আগে অবকাশ কাটিয়ে ফের অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা শাবনূর।

একমাত্র ছেলে আইজান নেহানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে গেছেন। সেখানে শাবনূর তার ছেলের স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে মাস তিনেক পর দেশে ফিরবেন বলে জানা গেছে।

ছেলেকে একজন ভালো মানুষ হিসেবেই গড়তে চান শাবনূর। তিনি চান তার ছেলে আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠুক। সে জন্যই তিনি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন বলে অস্ট্রেলিয়া যাওয়ার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়ে ছিলেন শাবনূর।

এখন সেখানে শাবনূরের কীভাবে সময় কাটছে তারই কিছু স্থিরচিত্র পাওয়া গেছে চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ খানের ফেসবুকের ওয়ালে। গত ২৪ মার্চ সিডনিতে একটি ঘরোয়া পিকনিকের আয়োজন করেছিলেন শাবনূর। আর সেখানেই গিয়েছিলেন এই অভিনেতা।

উল্লেখ, সবশেষ মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি তবে এখনো ছবিটির শুটিং শেষ হয়নি।

চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান। একে একে এ জুটি সুপারহিট ছবি দিতে থাকেন। সালমানের অকাল মৃত্যুতে সাময়িক ভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারন অভিনয় ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে। পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খান এর সাথে জনপ্রিয় জুটি গড়ে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন।

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

বাংলাদেশ জার্নাল /এএ

  • সর্বশেষ
  • পঠিত