ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

এফডিসিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০১৯, ১৫:৪৮

এফডিসিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার এফডিসিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বিনামূল্য চিকিৎসাসেবা প্রদান করছে স্কয়ার ও সমরিতা হাসপাতালের চিকিৎসকরা।

এ বিষয়ে পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা বলেন, ‘আমরা সকাল ১০টায় পরিচালক সমিতির সামনে বীর শহীদদের স্মরণে নির্মিত ‘উত্তাপ’ স্মৃতিস্তম্ভে ফুলের তোরা দিয়ে সম্মান জানিয়েছি। বেলা ১১টা থেকে শুরু হয়েছে বিনা মূল্যে চিকিৎসাসেবা। স্কয়ার ও সমরিতা হাসপাতাল থেকে সাত সদস্যের একটা বিশেষজ্ঞ দল আমাদের সঙ্গে যোগ দিয়েছে।’

রানা আরো বলেন, ‘আমরা চলচ্চিত্রকর্মীরা সারা বছর সব কাজই মন দিয়ে করে থাকি। তবে নিজের শরীরের প্রতি আমাদের খুব একটা নজর থাকে না। যে কারণে আমরা এমন দিনে চিকিৎসাসেবার ব্যবস্থা করেছি। যেন চলচ্চিত্রকর্মীরা নিজের শরীরের সমস্যা আছে কি না, সেটা জানতে পারেন। কারো যদি বড় কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে বেশ কিছু হাসপাতলের সাথে আমাদের চুক্তি রয়েছে, সেখান থেকে আমরা চিকিৎসার ব্যবস্থাও করব।’

মঙ্গলবার সকাল ১১টায় এফডিসিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, কবিরুল ইসলাম রানা, মুস্তাফিজুর রহমান মানিক প্রমুখ। আজ সারাদিন এই সেবা কার্যক্রম চলবে।

বাংলাদেশ জার্নাল /এএ

  • সর্বশেষ
  • পঠিত