ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

শেষবারের মতো এফডিসিতে টেলি সামাদ

  আসিফ আলম

প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৯, ১৩:৪০  
আপডেট :
 ০৭ এপ্রিল ২০১৯, ১৪:২৬

শেষবারের মতো এফডিসিতে টেলি সামাদ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। গত শনিবার সবাইকে কাঁদিয়ে দুপুরের দিকে না ফেরার দেশে পারি জমান এই গুনী অভিনেতা। শক্তিমান এই অভিনেতার তৃতীয় জানাযা দুপুর সারে ১২টায় এফডিসিতে সম্পন্ন হয়।

টেলি সামাদকে স্মরণ করে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, টেলি ভাই যেমন বড় মাপের শিল্পী ছিল ঠিক তেমনি বড় মনের মানুষ ছিলো। কখনো তাকে রাগ করে কথা বলতে দেখিনি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক।

এদিকে টেলি সামাদকে নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অভিনেত্রী নাসরিন। তিনি বলেন, আমার প্রথম চলচ্চিত্র টেলি ভাইয়ের সাথে। সব সময় খবর রাখতেন আমাদের। তিনি আমার সম্পর্কে বিয়াইন হয়। তার এই চলে যাওয়া সত্যি অনেক কষ্টের। আমরা একে একে আমাদের বট বৃক্ষদের হারাচ্ছি।

এসময় জানাজায় উপস্হিত ছিলেন তথ্য মন্ত্রী ডা. হাসান মাহমুদ,তথ্য সচিব আব্দুল মালেক, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার,অমিত হাসান,সম্রাট,অঞ্জনা,ফকির আলমগীর, আলীরাজ, ইলিয়াস কাঞ্চন, নাসরিন। তবে তেমন ভাবে দেখা যায়নি চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের কোন নায়ক নায়িকাদের।

টেলি সামাদ দীর্ঘদিন ধরে খাদ্যনালীতে সমস্যা ও ফুসফুসের সমস্যাজনিত নানা রোগে ভুগছিলেন।

বাংলাদেশ জার্নাল/এএ/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত