ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

‘শনিবার বিকেল’ এবার সিডনি চলচ্চিত্র উৎসবে

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০১৯, ১৪:৩০  
আপডেট :
 ০৮ মে ২০১৯, ১৪:৩৬

‘শনিবার বিকেল’ এবার সিডনি চলচ্চিত্র উৎসবে

দর্শকনন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘শনিবার বিকেল’ ছবিটি নানা কারণে বেশ আলোচনায় আছে। কিছুদিন আগে রাশিয়ার মস্কোতে ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন সংবাদ জানা গেলো। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্যের পর ‘শনিবার বিকেল’ ছবিটি নির্বাচিত হয়েছে ‘সিডনি ফিল্ম ফেস্টিভাল ২০১৯’-এর জন্য।

আসছে ১০ই জুন দুপুর ২টায় এবং ১৩ই জুন রাত ৮টায় সিডনির ‘ড্যান্ডি অপেরা সিনেমা হলের সিনেমা ওয়ান’-এ চলচ্চিত্রটির দুইটি প্রদর্শনী হবে।

মোস্তফা সরয়ার ফারুকী জানান, চলচ্চিত্রটির প্রদর্শনী উপলক্ষে আমি এবং নুসরাত ইমরোজ তিশা দুজনই আগামী ৯ই জুন সিডনির উদ্দেশ্যে রওনা করব। জানা যায়, চলচ্চিত্রটি ফেস্টিভ্যালে প্রেজেন্ট করা ছাড়াও তারা অংশ নিবেন প্রশ্নোত্তর পর্বসহ অন্য আনুষ্ঠানিকতায়।

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী এবং ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো।

বাংলাদেশ জার্নাল / এএ

  • সর্বশেষ
  • পঠিত