ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পুনঃপ্রচার হবে হানিফ সংকেতের সেই নাটক

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১৭:১৭  
আপডেট :
 ১৫ জুন ২০১৯, ১৭:৩৩

পুনঃপ্রচার হবে হানিফ সংকেতের সেই নাটক

নির্মাতা ও জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। ঈদে এটিএন বাংলায় প্রচার হয়েছে হানিফ সংকেত পরিচালিত নাটক ‘ভুল ভাঙাতে ভুল করা’। দর্শকদের বিশেষ অনুরোধে নাটকটি পুনঃপ্রচার করা হবে শনিবার রাত ৯টায়।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান, শেলী আহসান, আবদুল আজিজ, শামীম, নজরুল ইসলাম, বাহার, সুর্বণা মজুমদারসহ আরো অনেকে।

এর গল্পে দেখা যায়, পরিবারের কর্তাব্যক্তি চলতে ফিরতে কোথাও কোনো অসঙ্গতি বা সমস্যা দেখলেই উত্তেজিত হন এবং নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কিন্তু পরিবারের সদস্যরা তার এইসব কর্মকাণ্ডে অত্যন্ত বিরক্ত। মা-বাবা-চাচা-পুত্র-পুত্রবধূসহ পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়শই তার এই ভুল করা আর ভুল ধরা নিয়ে ঘটতে থাকে নানান ঘটনা।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন কমল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।

বাংলাদেশ জার্নাল / এএ

  • সর্বশেষ
  • পঠিত