ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

অভিনয়ের দক্ষতা বাড়াতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শুভ

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০১৯, ১৬:৩৭  
আপডেট :
 ২৬ জুন ২০১৯, ১৯:২৩

অভিনয়ের দক্ষতা বাড়াতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শুভ

বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের অন্যতম স্টাইলিস্ট নায়ক হিসেবে গন্য করা হয় নায়ক আরিফিন শুভকে। অনেক দিন ধরেই বেশ বেঁছে বেঁছে ছবিতে অভিনয় করেন তিনি। এবার নিজের অভিনয়ের দক্ষতাকে আরো বাড়াতে অভিনয় বিষয়ক স্কুলে মাসব্যাপী কর্মশালায় অংশ নিতে গিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এ তারকা।

অভিনয় বিষয়ক কর্মশালার যোগ দিতে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন শুভ। কর্মশালা শেষে আগামী ২৮ আগস্ট ঢাকায় ফিরবেন তিনি।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গণমাধ্যমকে শুভ জানান, এক মাসের সফরের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি। ২৮ জুলাই লস অ্যাঞ্জেলসের বঙ্গ সম্মেলনে থাকবো। তার পর ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত স্থানীয় একটি এক্টিং স্কুলে অভিনয় কর্মশালায় অংশ নেবো।

এক দশকেরও বেশি সময় ধরে শুভ অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। হঠাৎ অভিনয় কর্মশালায় অংশ নেওয়ার উদ্দেশ্য কী? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় এমন কোনও অভিনেতা নেই, যে কি-না তার জীবনের শেষ কাজ পর্যন্ত অভিনয় শেখেননি। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যারা বড় অভিনেতা-অভিনেত্রী হয়েছেন সবাই শেষ পর্যন্ত অভিনয় শিখেছেন।’

এদিকে আরিফিন শুভ অভিনীত ‘সাপলুডু’ ও ‘মিশন এক্সট্রিম’ সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে। দু’টি সিনেমাই চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ জার্নাল / এএ

  • সর্বশেষ
  • পঠিত