ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

এন্ড্রু কিশোরকে নিয়ে চিন্তিত চিকিৎসকরা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৫

এন্ড্রু কিশোরকে নিয়ে চিন্তিত চিকিৎসকরা

বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর অনেকদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান তিনি। সেখানে ডাক্তার দেখিয়ে ভর্তি হয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

ভর্তি হওয়ার পর বেশ কিছু টেস্ট করানো হয় তার। এর মধ্যে কয়েকটির রিপোর্টও পাওয়া গেছে। বাকিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োপসির রিপোর্ট পাওয়া যাবে ছয় সপ্তাহ পর। এমনটাই জানিয়েছেন এন্ড্রু কিশোরের সঙ্গে থাকা সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।

তিনি বলেন, ‘এন্ড্রু কিশোরের প্রধান সমস্যা ছিল এড্রিনাল গ্ল্যান্ডে। সেটার ব্যথা কিছুটা কমেছে। কিন্তু এই মুহূর্তে প্রধান সমস্যা জ্বর। প্রতিদিন নিয়ম করে জ্বর আসছে তাঁর, যা নিয়ে ডাক্তাররা খুব চিন্তিত। কেন এভাবে জ্বর আসছে সেটা বের করার চেষ্টা করছেন ডাক্তাররা।’

এন্ড্রু কিশোর এখন হাসপাতাল ছেড়ে হোটেলেই অবস্থান করছেন। ১৪ সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও আপাতত আরো কয়েক দিন সিঙ্গাপুর অবস্থান করবেন তিনি। সব টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর তাঁর শরীরের সর্বশেষ অবস্থা জানা যাবে বলে জানান সাঈদ।

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত