ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

মৌসুমীর প্রশংসায় পঞ্চমুখ এটিএম শামসুজ্জামান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৯, ১৪:৪৫

মৌসুমীর প্রশংসায় পঞ্চমুখ এটিএম শামসুজ্জামান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে অংশ নেয়া জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশের প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন প্রখ্যাত এই অভিনেতা। বলেন, ‘বাংলাদেশ প্রথম যাকে নায়িকা হিসেবে স্বীকৃতি দিয়েছিলো সে হলো মৌসুমী। যে সত্যিই অভিনয় করতে পারে।’

বর্তমান অভিনয়শিল্পীদের নিয়ে তিনি বলেন, ‘এই সময়ের অভিনয় শিল্পীদের মধ্যে অমিত হসান ছেলেটা বেশ ভালো। শাকিব ছেলেটাও দেখতে বেশ সুন্দর। কিন্তু ও যখন কথা বলে তখন আমার দুঃখ হয়। কোনো কিছুই স্থায়ী নয়, অনেকেই আসবে আবার অনেকেই চলে যাবে। কারো জন্য কোনোকিছুই থেমে থাকবে না। তবে আমি আশাবাদী। আমি হতাশাবাদী নই, আমি ভিশনভাবে অপটিভিস্ট। আমি আশাবাদী এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি আশাবাদী, নৈরাশ্যবাদে আমি আস্থা রাখি না।’

এক সময়ের কর্মব্যস্ততায় দিন পার করা ৭৮ বছর বয়সী এই গুণী অভিনেতা এখন দিন পার করেন বই পড়ে ও নামাজ-কালাম করে। সময় পেলে পুরনো সিনেমা ও নিজের গল্পে বানানো নাটক দেখেন। বাইরে বের হন না খুব একটা। হলেও যান না বহুদিন।

‘কেন হলে যাননা?’ এমন প্রশ্ন করতেই যেন মনের ভেতরে জমে থাকা চাপা ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, ‘হলের পরিবেশ এখন ভালো না। বহুদিন হলে যাই না। সিনেপ্লেক্সে সিনেমা হলের সেই আমেজটাও আর নেই। যার কারণে সিনেপ্লেক্সে যেতে ইচ্ছে করে না। তবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার ইচ্ছে রয়েছে। আমি বলাকা হলে গিয়ে সিনেমা দেখতে চাই।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত