ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: উচ্ছ্বসিত তারকারা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৫:০১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: উচ্ছ্বসিত তারকারা

বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৭৫ সাল থেকে রাষ্ট্রীয়ভাবে এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে। আজ রবিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই পুরস্কারের ৪২তম আসর। এবারের আসরে ২০১৭ ও ২০১৮ এই দুই সালের পুরস্কার একসঙ্গে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রের নানা শাখায় এই দুই বছরের সেরাদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ তুলে দেবেন।

পুরস্কার প্রাপ্তিতে তারকারা বেশ রোমাঞ্চিত। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার অপেক্ষায় উচ্ছ্বসিত হয়ে আছেন তারকারা।

২০১৭ সালে মুক্তি পাওয়া ঢাকা অ্যাটাক ছবিতে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। শুভ বলেন, ‘যখন কাজ করি, মাথায় তো পুরস্কারের বিষয়টি থাকে না। কাজটাই করে যাওয়ার চেষ্টা করি। তারপরও বলছি, অবশ্যই ভালো লাগছে। এর আগে বিভিন্ন পুরস্কার পেয়েছি। যেহেতু জাতীয় পর্যায়ের স্বীকৃতি, তাই ভালো লাগাটা বেশি।’

২০১৮ সালে মুক্তি পাওয়া মোস্তাফিজুর রহমান পরিচালিত 'জান্নাত' ছবিতে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা নায়কের পুরস্কার পাচ্ছেন সাইমন সাদিক। এই পুরস্কার তিনি যুগ্মভাবে পাচ্ছেন হঠাৎ বৃষ্টিখ্যাত নায়ক ফেরদৌসের সঙ্গে। সাইমন বলেন, ‘প্রথমবার জাতীয় পুরস্কার, তাই উচ্ছ্বাসটা বেশি। আমি কী বলব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। জীবনের প্রথম বড় পুরস্কার, প্রধানমন্ত্রীর হাত থেকে নেব—এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না।’

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত 'সত্তা'র সব গানের সংগীত পরিচালনার পাশাপাশি আবহ সংগীতের কাজ করেন বাপ্পা মজুমদার। সত্তা ছবিটিই তাঁর জীবনে এনে দেয় রাষ্ট্রীয় এই স্বীকৃতি। আনন্দিত বাপ্পা তাঁর স্ত্রী অভিনয়শিল্পী তানিয়া হোসাইনকে নিয়ে পুরস্কার গ্রহণ করতে যাবেন। তিনি বলেন, ‘এটা অনেক বড় প্রাপ্তি। দেশের সবচেয়ে বড় পুরস্কার। নিঃসন্দেহে অনেক আনন্দের ব্যাপার।’

২০১৭ সালে মুক্তি পাওয়া তৌকীর আহমেদ পরিচালিত 'হালদা' ছবিতে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পাচ্ছেন রুনা খান। যুগ্মভাবে এই বিভাগে পুরস্কৃত হচ্ছেন সুবর্ণা মুস্তাফাও। রুনা বলেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটা।’

পেশাদার সংগীতজীবনের ২৫ বছর পার করলেও গানের শিল্পী আঁখি আলমগীর এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। তাই প্রাপ্তির আনন্দটা অনেক বেশি। বাবা আলমগীর পরিচালিত ২০১৮ সালে মুক্তি পাওয়া একটি সিনেমার গল্প সিনেমায় রুনা লায়লার সুর করা ‘গল্প কথার ঐ...’ শিরোনামের গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আঁখি। পুরস্কারপ্রাপ্তি বিষয়ে তিনি বলেন, ‘খবরটি শোনার পর যে অনুভূতি হয়েছে, তা সীমাহীন আনন্দের। এটা প্রকাশের সত্যিকারের ভাষা আমার জানা নেই। আমার মা ছিলেন আমার বাসায়। মা-মেয়ে একে অন্যকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদছিলাম। এ আনন্দের কান্না।’

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত