ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নো কমপ্লেইন: একটি অমিমাংশিত ভালোবাসার গল্প (ভিডিও)

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০১৯, ১৫:১০

নো কমপ্লেইন: একটি অমিমাংশিত ভালোবাসার গল্প

ভালোবাসা ও জীবনের অপ্রাপ্তির দিকগুলো নিয়ে ব্যতিক্রমী গান করার জন্য পরিচিত জাহিদ তানসেন। ভরাট কন্ঠে তিনি জয় করেছেন অনেকেরই মন। নিজের বৈশিষ্ট্য বজায় রেখে এবার আরো ব্যতিক্রম একটি উপহার দিলেন তিনি।

জাহিদ তানসেনের নতুন প্রোজেক্টের নাম ‘নো কমপ্লেইন’। যার ট্যাগলাইন হচ্ছে- ‘একটি অমিমাংশিত ভালোবাসার গল্প’। যেটি লেখার পাশাপাশি সুরও করেছেন শিল্পী জাহিদ তানসেন। সঙ্গীতায়োজন করেছেন সচী শামস।

গানটির কথা এরকম- ‘একবার আমাকে দেখে যা, আমি কেমন আছি পোড়া পাঁজরে, তোর স্মৃতি সযতনে কীভাবে আগলে রাখি’। পুরো গানে এই অংশটুকুই কেবল সুরের সঙ্গে গেয়েছেন শিল্পী। বাকি সব কথা আবৃত্তির মতো করে শুনিয়েছেন। যেটা ছুঁয়ে যাবে যে কাউকে।

‘নো কমপ্লেইন’ নিয়ে জাহিদ তানসেন বলেন, এই গানটি শুধু গান নয়। আমার জীবনের প্রতিচ্ছবি। এই গানে আমি কথা আর সুরে একটি অপূর্ণ ভালোবাসার গল্প বলেছি। যেটা অনেকের জীবনের সঙ্গেই মিলে যায়। কিছুদিন আগে ফেসবুকে গানটি আপলোড করেছিলাম। প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। এবার গানটি অফিশিয়ালি রিলিজ হলো। এবং আশা করছি সবার কাছেই ছড়িয়ে যাবে।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত