ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

‘টয়লেট ক্যাফে’, খাবার পরিবেশনে যখন কমোডে! (ভিডিও)

  অন্যরকম ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ২২:৫৬

‘টয়লেট ক্যাফে’, খাবার পরিবেশনে যখন কমোডে!
ছবি: সংগৃহীত

টয়লেট ব্যবহারে সবাইকে সচেতন করতে ইন্দোনেশিয়ার এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বুডি লাকসোনো ‘টয়লেট ক্যাফে’ চালু করেছেন। যার স্থানীয় নাম ‘জামবান ক্যাফে’৷ ইন্দোনেশীয় শব্দ ‘জামবান’-এর অর্থ টয়লেট৷ আর এ ক্যাফেতে খাবার পরিবেশন থেকে শুরু করে সব সংশ্লিষ্ট সব তৈজসপত্র টয়লেটের ব্যবহার্য সরঞ্জামের মতো করে করা। এমনকি এখানে খাবার পরিবেশন করা হয় কমোডের মতো পাত্রে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ-এর এক যৌথ প্রতিবেদন বলা হয়েছে, ইন্দোনেশিয়ার প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে থাকেন৷ অর্থাৎ প্রতি চারজনের একজন৷ প্রকাশ্যে মলত্যাগকারীর সংখ্যা বিবেচনায় বিশ্বে সবার উপরে আছে ভারত, তারপরেই ইন্দোনেশিয়ার অবস্থান৷ আর তাই এ ধরনের অভিনব ক্যাফের উদ্ভাবন।

জাভা দ্বীপের সেমারাং এলাকায় সম্প্রতি ক্যাফেটি চালু হয়েছে৷

অবশ্য ইন্দোনেশিয়ার আগে তাইওয়ান ও রাশিয়াতে টয়লেট ক্যাফে চালু হয়েছে৷ তবে পার্থক্য হচ্ছে, ঐ দুই দেশে অভিনব ডিজাইনের কথা বিবেচনা করে ওরকম ক্যাফে চালু হয়েছে৷ আর ইন্দোনেশিয়ারটি চালু হয়েছে জনগণকে সচেতন করতে৷

স্থানীয় ২৭ বছরের মুকুদাস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রথমে এই ব্যাপারটায় আমি দারুণ বিরক্ত ছিলাম৷ তবে কৌতূহলের কারণে শেষ পর্যন্ত কিছু খাবার খেয়েছি৷ আমার মনে হয়, প্রচারণা সফল করতে এই পরিকল্পনাটি দারুণ৷’

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> লকডাউন: বাড়ি ফিরতে ছেলেকে কাঁধে নিয়ে ২ দিন হাঁটলেন যুবক

> করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

> নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে ব্রিটিশ হাই কমিশন​

> করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগে যা বললেন চিকিৎসক

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> প্রাথমিক শিক্ষকদের টিফিন ফি যাবে ‘করোনা ফান্ডে’​

> যে ৭ রোগ থাকলে করোনা হলে আপনার ঝুঁকি বেশি​

> করোনার সচেতনতায় এমনটা কেউ করেননি আগে​

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> করোনাভাইরাসকে ‘অবহেলা’ করছেন ট্রাম্প​

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত​

> চা পানেই করোনা থেকে মুক্তি!

> বিশ্বের ২০০ দেশে করোনা​

> কাশি দিলেই শাস্তি

অন্যদিকে ১৫ বছরের আনিশা বলেন, ‘ক্যাফের মালিক আমাকে আশ্বস্ত করেছেন, যে খাবার স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার উপায়ে রান্না করা হয়েছে৷’

জামবান ক্যাফের মালিক লাকসোনো জানিয়েছেন, ইন্দোনেশিয়ার অনেক মানুষের যে এখনও টয়লেট নেই এই ক্যাফের মাধ্যমে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে৷ তবে কেউ কেউ যে এই ক্যাফেকে ইসলামি আইনের পরিপন্থি ও অনুপোযোগী বলে এর সমালোচনা করছেন সেই বিষয়টিও জানিয়েছেন তিনি৷

ভিডিওটি দেখুন:

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনা ‘জয়ে’ সুখবর​

> করোনায় বাড়িতে যা করবেন

> করোনায় বাড়ি ছাড়লেন সালমান​

> করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে​

> করোনা ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ দিবে মন্ত্রণালয়

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> করোনায় চিকিৎসক যুগলের অন্যন্য দৃষ্টান্ত​

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

> করোনাভাইরাস: সাত উপায়ে থামবে ভুল তথ্য​

> করোনার ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন দিবালা​

> বিমানের দুটি ছাড়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

> মাছ বিক্রেতা নারীই বিশ্বের প্রথম করোনা রোগী!​

> পুলিশের লাঠিপেটা হয়রানি, বিভিন্ন মহলে ক্ষোভ​

> করোনা থেকে বাঁচতে ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যু​

> ঢাকার রাস্তা নিয়ন্ত্রণ করবে পুলিশ, সাথে সেনাবাহিনী

> করোনা চিকিৎসায় আশার আলো দেখছেন চিকিৎসকরা​

> রাজধানীর যেসব হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা​

> দেশে বেড়েছে করোনার বিস্তার ও নমুনা সংগ্রহের আওতা

> অন্যদের বাঁচাতে আত্মহত্যা করলেন করোনা আক্রান্ত নার্স

  • সর্বশেষ
  • পঠিত