ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বিড়াল ‘ম্যাও’ ডাকে কেনো?

  ভিন্নস্বাদ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১৮:২৬

বিড়াল ‘ম্যাও’ ডাকে কেনো?

তুলতুলে আরামপ্রিয় প্রাণী মানেই বিড়াল। খুব কম মানুষ আছেন যারা বিড়াল ভালবাসেন না। নানা জাতের বিড়াল আছে পৃথিবীতে কিন্তু এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু একই রকম। বিড়াল কখনো আঁচড় কাটে, কখনো গরগর আওয়াজ করে, কখনো আবার আরামে আপনার বিছানায় ঘুমায়। এসব তার স্বাভাবিক অভ্যাস। কিন্তু পোষ্যটি যখন ‘ম্যাও’ ডাকে তখন বুঝতে হবে সে ভিন্ন কিছু বোঝাতে চাইছে।

আপনি কি জানেন, বিড়ালের ম্যাও কখনো স্বাভাবিক শব্দ নয়। এটি মূলত তাদের যোগাযোগের একটি ভাষা।

বিড়ালের আচরণ বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল দেলগাদো রিডার্স ডাইজেস্টকে বলেন, ‘আপনার বিড়াল এ সময় বোঝানোর চেষ্টা করতে পারে সে ক্ষুধার্ত। তাই এভাবে মনযোগ কাড়তে চায়।’

মানুষ যে পরিস্থিতে ‘হ্যালো’ বলে, বিড়ালরাও অধিকাংশ সময় তেমন করে ‘ম্যাও’ ডাকে বলে জানান তিনি।

এতটুকুই শেষ কথা নয়। দেলগাদো বলছেন, ‘বিড়ালের ম্যাও শব্দ আমাদের কাছে অপার রহস্যের ব্যাপার। এই শব্দের কারণ একজন মালিকই ভালো বুঝবেন। তার বিড়াল কখন ম্যাও ডাকে, কখন ডাকে না; একটু খেয়াল করলে সেটি তিনি বলে দিতে পারবেন।’

বিড়াল সাধারণত নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ম্যাও ডাকে না। অধিকাংশ ক্ষেত্রে মানুষের সঙ্গে যোগাযোগের সময় তারা এভাবে শব্দ করে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত