প্রণোদনা পাওয়ার যোগ্যতা থাকলে সবাই পাবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ১৫:৫৭

মহামারি করোনাভাইরাসে ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের আর্থিক প্রণোদনার সুবিধা সবাই পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রণোদনা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যদি এ সুবিধা না পান তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
|আরো খবর
এ বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা যেসব প্রণোদনা প্যাকেজ দিয়েছি যোগ্য সব ব্যবসায়ী তা পাবেন। যেসব শর্ত দেয়া হয়েছে সেগুলো পূরণ করতে পারলে অবশ্যই তাদের প্রণোদনা দেয়া হবে। আমি মনে করি এটা নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা নিরসন হবে।’
অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জোর গুঞ্জন, আবারও গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দাম বাড়ানো হয়নি। আমার দিক থেকে দাম বাড়ানোর কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমি বিষয়টি এখনও জানি না। খোঁজ নিয়ে বলতে পারব।
‘আমাদের সরকার জনগণের সরকার। এ দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে পথ চলতে হবে। আমি মনে করি চলার পথ কখনও বিঘ্নিত হবে না। আমরা এগিয়ে যাব।’
এফবিসিসিআইর সাম্প্রতিক সভায় মাঠ পর্যায়ের ভ্যাট ও কাস্টমস কর্মকর্তারা ব্যবসায়ীদের হয়রানি করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ আসার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বাংলাদেশ জার্নার/আ'র/এমএস