সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২২, ১৬:২৯
ঈদুল ফিতর পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবসে উত্থান হলেও চতুর্থ কার্যদিব মঙ্গলবার পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।
|আরো খবর
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৪৬ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৫ দশমিক ৬১ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ২৫৮ টাকার। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২০৮ কোটি ৩১ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২০৫টির এবং ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) তে আজ ৪৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আ,র/আরকে