পাঁচ দিনের টানা পতনে সূচক দশ মাস আগের অবস্থানে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২২, ১৯:০০
গত কার্যদিবসের ধারাবাহিকতায় আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস পতনের মধ্যে থাকলো পুঁজিাবাজর।
|আরো খবর
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট কমে ছয় হাজার ৪০৩ দশমিক ৫০ পয়েন্টে দাড়িয়েছে। গত এ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ২৬২ দশমিক ১১ পয়েন্ট। এমন টানা পতনের কারণে ডিএসইর প্রধান মূল্যসূচকটি গত বছরের ২৭ জুলাইয়ের পর সর্বনিম্ন অবস্থানে দাঁড়িয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসইর প্রধান মূল্য সূচক প্রায় ১১০ পয়েন্ট পড়ে যায়। এ সময় এক ডজনের বেশি প্রতিষ্ঠানের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে। অর্থাৎ ক্রেতা সংকট দেখা দেয়। তবে লেনদেনের শেষ আধাঘণ্টায় অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কমার হার কমে। এতে বড় পতন থেকে রক্ষা পায় সূচক।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪৫টির। আর ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। আজ লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় এক হাজার ২৪ কোটি ১৫ লাখ টাকা। সেই হিসেবে লেনদেন কমেছে ২৪৪ কোটি ৩৯ লাখ টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৩ লাখ টাকা।
বাংলাদেশ জার্নাল/আ,র/এমএস