সূচকের সেঞ্চুরি পতনে দর হারালো ৩ শতাধিক কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২২, ১৩:০২
গত সপ্তাহের ধারাবাহিকতায় আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে চলছে লেনদেন। ঈদের ছুটির পর দশ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই্ক্স কমেছে ৩৮৪ দশমিক ৯২ পয়েন্ট।
|আরো খবর
পতনের ধারায় আজ রোববার লেনদেন শুরুর আড়াই ঘণ্টায় যুক্ত হলো আরও ১২০.৮০ পয়েন্ট। এই সময়ে সূচকটি অবস্থান করছিলো ৬১৩৭.৪৪ পয়েন্টে। আজ লেনদেন সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের অবনতি হতে থাকে। বেলা ১২ টা ১৬ মিনিটে ডিএসইএক্স ১০০.৮৯ কমে সেঞ্চুরি হাঁকায়।
সূচকের পতনের সেঞ্চুরিতে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে। আজ বেলা সাড়ে বারোটায় ডিএসইতে লেনদেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮ টির বিপরীতে কমেছে ৩৪৪ টির এবং অপরিবর্তিত ছিল ১৫ টি কোম্পানির শেয়ার দর।
গত সপ্তাহের লেনদেনও শুরু হয়েছিলো বড় দর পতন দিয়ে। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স ১৩৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে যায়।
বাংলাদেশ জার্নাল/আ,র/কেএ