প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ২৩:৩১
রিজভীর স্ত্রী করোনায় আক্রান্ত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার থেকে জ্বর ও শরীর ব্যথা অনুভব করলে আরজুমান আরা আইভী করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে।
|আরো খবর
তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। আরজুমান আরা আইভীর ছোট বোন তাহমিদা আক্তারও করোনা আক্রান্ত হয়েছেন। তিনিও একই বাসায় থাকেন।
রুহুল কবির রিজভী তার স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, রুহুল কবির রিজভীও কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে রিং পড়ানোর মাধ্যমে এনজিওগ্রাম করে বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ জার্নাল/এমএম/কেএস