ডাঃ আমিনুল হকের এফআরসিপি ডিগ্রি লাভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ১৫:০৩

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ এ, কে, এম আমিনুল হক।
নিজস্ব প্রতিবেদক
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ এ, কে, এম আমিনুল হক এফআরসিপি (FRCP) (Edinburgh,UK) ডিগ্রি লাভ করেছেন।
|আরো খবর
এর আগে তিনি এফসিপিএস (FCPS) ডিগ্রি লাভ করেন। তিনি আমেরিকা থেকে এফসিপি লাভ করেছেন।
ডাঃ আমিনুলের এ অর্জনে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদ, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তার দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ