দেশে ওমিক্রন শনাক্ত বেড়ে ৫৫
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১০:৪৭ আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৫৪

দেশে আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেল। নতুন শনাক্তের সবাই ঢাকার বাসিন্দা।
|আরো খবর
রোববার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) এ তথ্য জান।
জিআইএসএআইডির তথ্য বলছে, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ১০ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার বাসিন্দা চার জন।
ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়াদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই নারীও রয়েছেন।
এর আগে বুধবার পর্যন্ত মোট ৩৩ জনের ওমিক্রন শনাক্তের কথা জানিয়েছিল জিআইএসএআইডি, যাদের ৩০ জনই ছিলেন ঢাকার।
বাংলাদেশ জার্নাল/এমএম