ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

করোনায় জাতীয় পরিচয়পত্রের সেবা বন্ধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০২০, ১৫:৫৮

করোনায় জাতীয় পরিচয়পত্রের সেবা বন্ধ

প্রাণঘাতী করোনার কারণে জনসমাগম ঠেকাতে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব ধরনের সেবা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে রাজধানীর আগারগাঁয়ে এ সংক্রান্ত কোনো সেবা কেউ আর পাবেন না।

এজন্য এনআইডি সংশোধন, হারানো কার্ড উত্তোলন, প্রবাসী ভোটার সেবাসহ এনআইডি সংক্রান্ত সব সেবা পেতে সেখানে না যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তবে অনলাইনে অফিসিয়াল কার্যক্রম চলবে।

ইসির একাধিক কর্মকর্তা বলছেন, করোনা সংক্রান্ত পরিস্থিতির উন্নতি না হলে নিষেধজ্ঞার সময়সীমা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, করোনায় দেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য। সবমিলে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জন। এছাড়া বুধবার করোনায় বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত