ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২২:১৬

চট্টগ্রামে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হওয়া আরও একজন রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে দুজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

২৫ বছর বয়সী ওই তরুণ চট্টগ্রামের প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির ছেলে।

রোববার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ হাসপাতালে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় ওই তরুণের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে গত শুক্রবার করোনাভাইরাস সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্ত হন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতেই পুলিশ ওই বাড়ি এবং প্রতিবেশী আরও পাঁচটি বাড়ি লকডাউন করে।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি চট্টগ্রাম নগরের একটি সুপারশপে চাকরি করতেন। তাছাড়া ওই সুপারশপের ১৪ জন কর্মীকে খুঁজে হোম কোয়ারেন্টিনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, রোববার বিআইটিআইডি হাসপাতালে ২৩ জনের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হয়। তাদের মধ্যে ২২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত