ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

শ্রমিকদের যথাযথ স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি বিএফটিইউসি’র

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ০০:৪৩

শ্রমিকদের যথাযথ স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি বিএফটিইউসি’র
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে চলমান সাধারণ ছুটিকালীন সময়ে দেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের অনৈতিক মুনাফা অর্জনের নিমিত্তে সাধারণ শ্রমিক-কর্মচারীদের মরণঘাতী সংক্রমণের ঝুঁকির মুখে ঠেলে দিয়ে

গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পের মালিকরা রাষ্ট্র ও নাগরিকদের এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন করছে বলে দাবি করেছে

বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস (বিএফটিইউসি)।

সংগঠনটির পক্ষ হতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেক্রেটারি জেনারেল এ আর চৌধুরী রিপন এ দাবি জানান।

ওই বিজ্ঞপ্তিতে গার্মেন্টস মালিক ও মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।

এছাড়া চলমান সঙ্কটকে পুঁজি করে গার্মেন্টসহ অন্য যে কোনো শিল্প-মালিক যেন ন্যায্য মজুরি ও পাওনাদী থেকে শ্রমিকদের বঞ্চিত না করতে পারে, সে ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোভিড-১৯ বিষয়ক একটি বিশেষ মনিটরিং সেল গঠন, অনতিবিলম্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাঠ পর্যায়ে তদারকী নিশ্চিতকরণ এবং হট লাইন নম্বর সক্রিয়করণ নিশ্চিতের আহ্বান জানায়।

একই সাথে সঙ্কটকালীন জাতীয় পর্যায়ে ত্রি-পক্ষীয় সংলাপ চালু রাখার নিমিত্তে অনলাইন-ভিত্তিক জাতীয় ত্রি-পক্ষীয় পরমর্শ পরিষদের নিয়মিত বৈঠক অয়োজনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত