ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

করোনা রোধে গোপালগঞ্জে সাপ্তাহিক হাট বন্ধ করল সেনাবাহিনী

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৪:০৮  
আপডেট :
 ০৬ এপ্রিল ২০২০, ১৪:১৯

করোনা রোধে গোপালগঞ্জে সাপ্তাহিক হাট বন্ধ করল সেনাবাহিনী

করোনাভাইরাস সংক্রমণ রোধে মানুষের চলাচল ও সামাজিক দূরত্ব বজায় রাখতে গোপালগঞ্জে সাপ্তাহিক হাট এবং দোকানপাট বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী।

সোমবার সকালে গোপালগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলা সদরে মানুষের চলাচল ও দোকানপাট বন্ধসহ বিভিন্ন নির্দেশনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের সাথে কাজ শুরু করে সেনাবাহিনী।

জেলা শহরের নতুন বাজার এলাকায় দুপুরের আগ থেকেই বসতে শুরু করে সাপ্তাহিক হাট। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে সেনা সদস্যরা সাপ্তাহিক হাট বন্ধ করে দিয়ে বিক্রেতা ও ক্রেতাদেরকে হাট থেকে চলে যেতে অনুরোধ করেন।

এ ছাড়া শহরের ফল পট্টির সকল ফলের দোকান বন্ধ করে দেয় এবং সচেতনতা বৃদ্ধি করেত মাইকিং করেন সেনা সদস্যরা।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত