ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

চুনারুঘাটে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৫:২৩  
আপডেট :
 ০৬ এপ্রিল ২০২০, ১৫:৩২

চুনারুঘাটে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয় কেন্দ্রে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তিনি মৃত্যুরবণ করেন।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাটি লকডাউন করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় জানান- শ্বাসকষ্টজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। তবে এলাকাবাসীর দাবি, জ্বর, সর্দি কাশিসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ ছিল তার মধ্যে। মরদেহের নমুন সংগ্রহ করতে একটি বিশেষ মেডিকেল টিম এলাকায় পৌঁছেছে। তারা মরদেহের শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে ঢাকায় ঢাকায় পাঠাবেন । রিপোর্ট পেলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না জানা যাবে।

তিনি বলেন, বৃদ্ধের মৃত্যুর পর এলাকাটি সম্পূর্ণ লকডাউনের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। এ ব্যাপারে লকডাউনের সিদ্ধান্ত নিতে জরুরী সভায় বসেছে চুনারুঘাট উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি। সভায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত